ইতরপনা কার্য আমার ঘটেছে অহর্নীশি
Itorpana Karjo Amar Ghoteche Aharnishi
ফকির লালন শাহ্
ইতরপনা কার্য আমার ঘটেছে অহর্নীশি।
আমারে কি রাখবেন গুরু চরণ দাসী।।
জঠোর যন্ত্রণা পেয়ে
এসেছিলাম কড়াল দিয়ে
সে সকল গিয়েছি ভুলে ভবেতে আসি।।
চিনলাম না মন গুরু কি ধন
করলাম না তার সেবা পুজন
ঘুরতে বুঝি হলোরে মন ভুবন চুরাশি।।
গুরু যাহার আছে সহায়
মরণ বলে তার কিসের ভয়
লালন বলে মন তুই আমায় করিস রে দোষী।।