ভজ মূর্শীদের কদম এই বেলা
Bhojo Murshider Kodom Ei Bela
ভজ মূর্শীদের কদম এই বেলা।
যার পেয়ালা হৃদ কমলা ক্রমে হবে উজালা।।
নবীজির খান্দানেতে,
পেয়ালা চারিমতে,
জেনে নাও দিন থাকিতে,
ওরে আমার মন ভোলা।।
আছে আবহায়াত নদী,
ধারা বয় নিরবধি,
সে ধারা ধরবি যদি,
দেখবি অটলের খেলা।।
এপারে কে আনিলো,
ওপার কে নিবে বলো,
লালন কয় তারে ভুলো,
করো না অবহেলা।।