চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে
Char Chande Dicche Jhalak Monikothar Ghore
ফকির লালন শাহ্
চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে।
চেয়ে দেখনা রে মন দিব্য নজরে।।
হলে সেই চাঁদের সাধন
অধর চাঁদ হয় দরশন, হয়রে।
চাঁদেতে চাঁদের আসন, রেখেছে ঘিরে।।
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া
চাঁদে দেয় চাঁদের খেওয়া, দেয়রে।
জমিনেতে ফলছে মেওয়া, চাঁদের সুধা ঝরে।।
নয়ন চাঁদ প্রসন্ন যার
সকল চাঁদ দৃষ্ট হয় তার, হয়রে।
লালন বলে বিপদ আমার, গুরু চাঁদ ভুলেরে।।