আমার জ্ঞানের প্রথম যখন | Amar Gyaner Prothom Jokhon | Key Lyrics

আমার জ্ঞানের প্রথম যখন
Amar Gyaner Prothom Jokhon
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাবুল বোস
শিল্পী: কুমার শানু
আমার জ্ঞানের প্রথম যখন,
লাগল ভালো গান,
সে গান ছিল যার নাম তার,
কিশোর কুমার।।
ছেলেবেলায় খেলাধুলার সাথে
গেয়ে যেতাম যে গান আমি
দিনে রাতে ও ও ও ও
ছেলেবেলায় খেলাধুলার সাথে,
গেয়ে যেতাম যে গান আমি
দিনে রাতে ;
গানের কথা ভালো করে
বলতে না পারলেও
গুন গুন গুন করে যেতাম
সুরটি আমি তার ;
কিশোর কুমার।
আমার জ্ঞানের প্রথম যখন
লাগল ভালো গান
সে গান ছিল যার নাম তার
কিশোর কুমার।
বড় হয়ে তারি গাওয়া গানে
সুর খুঁজে পাই
আমি আমার এই প্রাণে ও ও
বড় হয়ে তারি গাওয়া গানে
সুর খুঁজে পাই
আমি আমার এই প্রাণে।
দেবতা সে করি প্রণাম
তার দুটি পা ছুঁয়ে
প্রেরণা পাই সভায় এসে
তাই এ গান শোনাবার ;
কিশোর কুমার।
আমার জ্ঞানের প্রথম যখন
লাগল ভালো গান
সে গান ছিল যার নাম তার
কিশোর কুমার,কিশোর কুমার
কিশোর কুমার,কিশোর কুমার।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *