সুন্দরী রাগ করে যেও না
Sundori Raag Kore Jeo Na
ছায়াছবি: শুভকামনা (১৯৯০)
কথা: পুলক ব্যানার্জী
সুর: অজয় দাস
কণ্ঠ: কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি
Sundori Raag Kore Jeo Na
ছায়াছবি: শুভকামনা (১৯৯০)
কথা: পুলক ব্যানার্জী
সুর: অজয় দাস
কণ্ঠ: কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি
[সুন্দরী রাগ করে যেও না
দিওনা গো ব্যথা দিও না]-২
তুমি চলে গেলে আমি একা
কিছুতেই কেন বোঝ না
রাগ করি বেশ করি তাতে কী
আমি জানি কেন রেগেছি
সাধলেই যাব আমি গলে
এমন সহজ আমি কি?
সুন্দরী রাগ করে যেও না।
[মন যদি মন পায় মনের মতন
সেই মনে মন দেয় যখন তখন]-২
সেই মনটাকে তুমি দাওনা
একটুকু কর করুণা
কেন তুমি এ কথাটা জানোনা
চাইলেই প্রেম আসেনা
ভালোবাসা সাধনায় মেলে
প্রেম করা অত সোজা না
সুন্দরী রাগ করে যেওনা।
[মন যদি মন খুলে ভালোই বাসে
লোকে যদি কিছু বলে কী যায় আসে!]-২
ও কথায় কান তুমি দিওনা
আরো বেশি ভালোবাসোনা
কী করে যে ভালোবাসা পাওয়া যায়!
সেইটুকু আগে শেখো না
তারপর প্রেম চেয়ো তুমি
এর আগে একদম না না
না না না না না
সুন্দরী রাগ করে যেওনা
দিওনা গো ব্যথা দিওনা
তুমি চলে গেলে আমি একা
কিছুতেই কেন বোঝ না
সুন্দরী রাগ করে যেওনা
লা লা লা লা লা লা লা লা লা
হুম হুম হুম হুম হুম