ভালোবেসে তোমায় মেটে না হায় Lyrics
Valobese Tomay Mete Na Hai Lyrics
ভালোবেসে তোমায় মেটে না হায়
Valobese Tomay Mete Na Hai
ছায়াছবি: বাজীগর
কথা: গাজী মাজহারুল আনোয়ার
সুর ও সঙ্গীত: সুবল দাস
শিল্পী: বিনোদ রাঠোড় ও উমা খান
ভালোবেসে তোমায় মেটে না হায় Lyrics
ও ও ও লা লা লা লা লা লা
[ভালোবেসে তোমায় মেটেনা হায়
আমার মনের সাধ
বলো সেকি আমার অপরাধ ?]-২
[যেদিকে যাই যেভাবে চাই,
তুমি ছাড়া কিছুই তো নাই]-২
তোমার মনের নীলে নীলে
আমার এ মন আকাশ হলে
তুমি আকাশের চাঁদ।
ভালোবেসে তোমায় মেটেনা হায়
আমার মনের সাধ
বলো সেকি আমার অপরাধ ?
[এ প্রেম অমর হাজার বছর,
তুমি আপন তুমি তো পর]-২
তোমার মনের পৃথিবীতে
বন্দী করে আমায় নিতে
প্রেমের পেতেছ ফাঁদ
[ভালোবেসে তোমায় মেটেনা হায়
আমার মনের সাধ
বলো সেকি আমার অপরাধ ?]-২