শহরবাসী শোন Lyrics | Shorhor Bashi Shono Lyrics
২২ আগস্ট, ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত মুস্তাফা মেহমুদ পরিচালিত মায়ার সংসার চলচ্চিত্রে কিংবদন্তি কন্ঠশিল্পী আব্দুল জব্বারের গাওয়া উল্লেখিত গানের দৃশ্যে অভিনেতা আশীষ কুমার লোহ । আজ মে দিবসে এই গানের কথা মনে পড়ে গেল।
শহরবাসী শোন Lyrics
শহরবাসী শোন
তোমরা যাদের মানুষ বল না
বিধিও যাদের কান্না শোনে না
তারাও মানুষ কাঁদে তাদের প্রান
আমি চোখের জলে শোনাই তাদের গান
তাদের বুকের রিক্ত হাহাকার।
কেউ বোঝে না ও গো কেউ শোনে না
সর্বহারার মর্ম বেদনা
দুঃখে যাদের জীবন গড়া
মানুষ যাদের নাম
আমি চোখের জলে শোনাই তাদের গান
জীবন তাদের নিত্য পরিহাস
কেউ দেখে না ওগো কেউ লেখে না
এ সংসারে তাদের ইতিহাস
পথের মলিন ধুলায় যাদের ঝরে মাথার ঘাম
আমি চোখের জলে শোনাই তাদের গান।।
