মাইয়া ভুল বুঝিছ নাই Lyrics
Maiya Bhul Bujhich Nai Lyrics
ভূপেন হাজারিকা
মাইয়া ভুল বুঝিছ নাই
শিল্পী-ভূপেন হাজারিকা
মাইয়া ভুল বুঝিছ নাই Lyrics
(কিরে আমায় বিয়া করবি নাই)
বলছি তো আমার সময় নাই।
আমায় ভুল বুঝিছ নাই,
মাইয়া ভুল বুঝিছ নাই।।
বৈশাখ মাসে দারুন গরম খরায় পুড়ে ছাই।।
জৈষ্ঠি মাসে জ্যেষ্ঠ ছেলের বিয়া করতে নাই
আমায় ভুল বুঝিছ নাই।।
মাইয়া ভুল বুঝিছ নাই।
(তেনে আষাঢ় শ্রাবন)
আষাঢ় শ্রাবন চাষের কাজে
ব্যস্ত আমি রই।
ও ও আষাঢ় শ্রাবন চাষের কাজে
ব্যস্ত আমি রই।
ভাদ্র মাসে শাস্ত্রমতে,
বিয়া করতে নাই।।
আশ্বিনেতে দূর্গা পূজা।।
কার্তিকে দিন নাই
অঘ্রানেতে ধান কাটা তাই
সময় কোথা পাই।
আমায় ভুল বুঝিছ নাই।।
মাইয়া ভুল বুঝিছ নাই।
(তেনে পৌষ মাঘে)
হাড় কাঁপানি শীতের কামড়
পৌষ মাসে রয়
ও ও হাড় কাঁপানি শীতের কামড়
পৌষ মাসে রয়।
মাঘের শীতে বাঘ পালায়,
বিয়ার কথা নয়।।
ফাগুন মাসে দোলযাত্রা।।
বাজে ঢোলক বাজনা
চৈত্রমাসে মালিক কে যে
দিতে হবে খাজনা।
ও আমায় ভুল বুঝিছ না।
মাইয়া ভুল বুঝিছ নাই।।
আমায় ভুল বুঝিছ না।।
হে মাইয়া ভুল বুঝিছ না।