বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি।
Motor kolai gol gol lyrics
মটর কলাই গোল গোল lyrics
Bohurupi Lyrics
বহুরূপী লিরিক্স
বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি।
বহুরূপী ছড়া
দয়াল বাবা প্যাট ভরে চাওমিন খাবা
ময়দামুখো তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে ময়দামুখো
মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না
ওই পাড়ার শাশুড়ীরা বউমা চেনে না
ড্যাং ড্যাং জামাই এসেছে (বাবা)
ফ্যান খাবার ডিব্বাটা ভেঙ্গে ফেলেছে
এই, বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি।
গান
বুকের মাঝে আগুন আমার ফাগুন বারো মাসই
চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়া বাঁশি
পিরিত আমার ভ্রমর পরাণ সেই মধুরই খোঁজে
কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতই বোঝে
এই মুখের কথা সবাই জানে বুকের কথা ক’জন
চুপটি থাকা আদর সোহাগ মাখবে শুধু সেজন
সেজন আমার দস্যি দামাল ডাকাতিয়া চাল
লাগাম আমার ধরবে ঠিকই আজ না হলে কাল
বহুরূপী ছড়া
হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা
আদা খেয়ে বৈদ্যের বাবা হাগছে গাদা গাদা
পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না
জেনে শুনে করগা পিরিতরে
পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না
জেনে শুনে করগা পিরিতরে
এই চোখের মনি খেজুর গাছের ডাগর রসের হাড়ি
সেই রসেরই গতর মাতাল হেব্বি ঝকমারি
ওই চাঁদের রাতে নদীর ধারে ঠোঁটের বাকা হাসি
হাজার রকম নকশাঁ করে সেই হাসিতেই ফাঁসি
শোনরে আমার পাহাড় বুকের ডাকাতিয়া ছেলে
তোর থানাতে বন্দি হব রসের ঘানি ফেলে
এই, বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি।
পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না
জেনে শুনে করগা পিরিতরে
পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না
জেনে শুনে করগা পিরিতরে
বহুরূপী ছড়া
মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না
ওই পাড়ার শাশুড়ীরা বউমা চেনে না
হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা
আদা খেয়ে বৈদ্যের বাবা হাগছে গাদা গাদা
ড্যাং ড্যাং জামাই এসেছে (বাবা)
ফ্যান খাবার ডিব্বাটা ভেঙ্গে ফেলেছে
তাই পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা
আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা
হেঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি
আর বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি
এই, বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি।
মটর কলাই গোল গোল lyrics
Dakatiya Banshi (Official Video) | Bohurupi | Shiboprosad | Koushani M |
COMPOSER – BONNIE CHAKRABORTY
LYRICS – ANINDYA BOSE, NANICHORA DAS BAUL
VOCALS – SHRESTHA DAS,
NANICHORA DAS BAUL,
BONNIE CHAKRABORTY,
DOTARA, SUFIYA & DORIDI – PREMANGSHU DAS
BANGLA DHOL – BABAI DAS
DUPKI, MAADOL & KHADTAL – PREMANGSHU DAS
SOUND DESIGN & PROGRAMMING – SUDIPTO PAUL