Baba Dhon Bol Kothay Jai Lyrics
বাবা ধন বল কোথায় যাই
Baba Dhon Bol Kothay Jai Lyrics
হযরত কেবলা (ক.) শানে
বাবা ধন বল কোথায় যাই। বাবা ধন বল কোথায় যাই।
এই দুনিয়া ফাকের বাজার, প্রাণ কেনে বাচায়।
তোমার কর্ম তুমি কর আমাকে টানিয় মার
আত্মীয় মায়া ফাসি গলেতে লাগাই।
আত্মীয় স্বজন যত, নিজের স্বার্থে সবাই রত
দয়া মায়া কথার কথা, মূলে কিছু নাই।
স্ত্রী পুত্র জ্ঞাতি গুষ্ঠি এ’সব তোমার সৃষ্টি
তাদের জন্য আমি কেন দুই কুল ডুবাই।
ফাক তালে দুনিয়া চলে ফাকের ফাকি দিয়ে গলে
মানবীরে মারছ ভুতের বেগার খাটাই।
জাহেরা এলমেরে ফাকে পদ্দা পল তাদের আখে
তোমার পথে বাধা ধরে, ফেরাউনের ভাই।
মছনবী গাহিয়ে তারা ওয়াজ করে বেহায়ারা
মছনবীর মর্ম কিছু তাদের মনে নাই।
কলেমা নমাজ রোজা স্বর্গে যাওয়ার পন্থ সোজা
স্বর্গেতে কি করব যদি তোমাকে না পাই।
সংসারে রমণীর খেলা স্বর্গেও রমণীর মেলা
নারী রূপে তারি রূপ দিয়াছে ভাসাই।
সে পবিত্র নারীর পানে চাইলে গুনা কোন বিধানে
কি রহস্য তাতে কেনে বুঝি বা বুঝাই।
ভাল মন্দ তোমার খুশি, করিমরে করছ দোষী
যে করিবে কর তুমি জগতের গোসাই।