Khodake Chinte Hole Lyrics
খোদাকে চিনতে হলে
Khodake Chinte Hole Lyrics
খোদাকে চিনতে হলে নিজেকে চিন আগে
কামেল গুরুর তোয়াজ্জা পেলে দেখবে খোদা নিজের সঙ্গে।
যতকল্লা তত আল্লাহ সব মিলে এক আল্লাহ
রঙ্গ মহলে বসে একেলা বাশি বাজায় ছত্রিশ রাগে।
সমস্ত প্রাণি এক একটি বাশি বাজায়তেছে দিবা-নিশি
ইসরাফিল যেই দিন ফু দিবে কশি সৃষ্টি যাবে ভাঙ্গে।
মানুষ নিজে বাশি মানুষে বাজায় বাশের বাশি
হৃদময়না মারে হাসি দিন কাটে রঙ্গে ডঙ্গে।
আল্লাহ বড় রঙ্গিলা কুরআনে বলে ছিবাগাতাল্লা
আল্লাহ রাসুল অলি উল্লাহ খেলছে খেলা বহু রঙ্গে।
ঐ রঙ্গে রঙ্গিন হলে ক্বলব ঘরে আলো জ্বলে
দিক্ষা গুরুর দিক্ষা পাইলে রঙ্গের তরী ভাসে গাংঙ্গে।
আলো বিনে যন্ত্রমরা খোদা মিলে না মুর্শিদ ছাড়া
হারুন ভবে দিশা হারা সম্পর্ক নফ্সের লগে।