শিরোনামঃ পিঠা পুলির গান
Pitha-Pulir Gaan Lyrics
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ নয়ন জলের গান
Pitha-Pulir Gaan Lyrics
চাঁন্দের আলো লাগে ভালো চাঁদনী পসর রাইতে,
বিহান বেলা লাগে ভালো পিঠাপুলি খাইতে
আহারে আহারে আহারে আহা আহা,
শিশিরের ঘোমটা দেওয়া পৌষ মাস
বন্ধু আমার নাইওর যাইবো মনে তাহার আশ রে,
বন্ধু আমার দেশও যাইবো মনে তাহার আশ ।।
ভাপা পিঠার বাঁকা ধোয়া তেলে গরম তেল পোয়া,
দুধে ভেজা দুধ চিতই আর খেজুর গুড়ে চিড়ার মোয়া,
শিশিরের ঘোমটা দেওয়া পৌষ মাস
বন্ধু আমার নাইওর যাইবো মনে তাহার আশ রে,
বন্ধু আমার দেশও যাইবো মনে তাহার আশ ।।
গ্রামের পথের কাচা মাটি ভিজা আছে তাই
মাঘের ছাওয়াল আইলে পায়ে লাইগা থাকা চাই,
আরে পুকুর জলে তলে তলে রান্ধন হইল সারা
জলের ধোয়া দেইখা সারস মাতায় দিছে পাড়া,
দেখো বাইন্ধা ঘন চুল
শিশির আবার আইলো দিতে পরায় কানের দুল,
চাঁন্দের আলো লাগে ভালো চাঁদনী পসর রাইতে
বিহান বেলা লাগে ভালো পিঠাপুলি খাইতে,
আহারে আহারে আহারে আহা আহা ।।