৭টি বাউল গানের লিরিক্স
৭টি বাউল গান
দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
আসি বলে গেল বন্ধু আইলো না
এই মিনতি করি তোমায়
দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
আমার মন ও নাচায়
দেহের ভিতর রাখলাম যারে
থাকতে যদি না পাই তোমায়
৭টি বাউল গানের লিরিক্স
০১
দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
তুমি কোন বা দেশে রইলারে দয়াল চান
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ(২)
তুমি কোন বা দেশে রইলারে দয়াল চান।
দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
আমি সইপা দিব আমার মন ও প্রাণ
তুমি কোন বা দেশে রইলারে দয়াল চান
দয়াল তোমারও লাগিয়া দেশে না বৈদেশে
আমি পাইতাছি পিরিতির ফল
তুমি কোন বা দেশে রইলারে দয়াল চান
যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে
তুমি সেইমতন উড়াইলা আমার প্রাণ
তুমি কোন বা দেশে রইলারে দয়াল চাঁন।
০২
আসি বলে গেল বন্ধু আইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না
যাইবার কালে সোনা বন্ধ
নয়ন তুলে চাইলো না
আসবে বলে আসায় রইলাম
আশাতে নিরাশা হইলাম
বাটাতে পান সাজাই থুইলাম
বন্ধু এসে খাইলো না
সুজন বন্ধুরে ছাইড়া
মনে বড় ব্যথা পাইয়া
আমি শুধু তার গান
সে আমার গান গাইলো না
আব্দুল করিম চিন্তা করে
এই আশাতে যাবো মরে
আসে যদি মরণের পরে
আমারে তো পাইলো না
০৩
এই মিনতি করি তোমায়
এই মিনতি করি তোমায়
ছেড়ে যাইও না
আমি তো জানি রে বন্ধু
তুমি আপনা
আমি তোমায় ভালোবাসি
মন্দ বলে পাড়াপড়শি
বলে বলুক যার যা খুশি
আমি শুনবো না
ছাড়িয়া সকলের আশা
করেছি তোমার ভরসা
মিটাও আমার প্রেম-পিপাসা
নিরাশ করিও না
তোমায় না পাইলে যৌবনে
কী কাজ আমার কুল -মানে
তুমি বিনে পাগল মনে
আর কিছু চায় না
প্রাণ বন্ধু তোমারে পাইলে
বলে শাহ নূর জালালে
ইহকাল আর পরকালে…
কিসের ভাবনা…
০৪
দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান
দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
আমি সঁইপা দিব আমার মন ও প্রাণ
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান
দয়াল তোমারও লাগিয়া দেশে না বৈদেশে
আমি পাইতাছি পিরিতির ফল
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান
যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে
তুমি সেইমতোন উড়াইলা আমার প্রাণ
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান…
০৫
আমার মন ও নাচায়
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি
বন্ধুর ও বাড়ির জালালী কবুতর
আমার ও বাড়ি আসে রে(২)
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
খায় আর, খায় আর, খায় আর বাক বাকুম
করে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি
চলো না হই উদাসি
আঙ্গুল ও কাটিয়া কলম ও বানাইলাম,
নয়নের জল করলাম কালি রে(২)
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
পাঠাইলাম,পাঠাইলাম,পাঠাইলাম সোনা বন্ধুর
নামে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি…
০৬
দেহের ভিতর রাখলাম যারে
দেহের ভিতর রাখলাম যারে, সে আমার থাকল না রে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয় ?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়।
কথায় কথায় মনের ছায়া, মিথ্যে আশায় দিচ্ছে মায়া
অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয়
বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয়
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়।
লালন বলে খাঁচার কি দোষ, দুয়ার থাকলে খোলা
মনের দুয়ার বন্ধ হলে, সময় যে সব যাবে চলে
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি আর রয় ?
আট কুঠুরি নয় দরজা, সে তো খোলার নয় ……
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়
০৭
থাকতে যদি না পাই তোমায়
থাকতে যদি না পাই তোমায়
চাইনা মরিলে
আমায় কাঁদালে
ভাল বাসি বলে রে বন্ধু
আমায় কাঁদালে রে বন্ধু
তাই বুঝি আজ বুক ভেসে যায়
নয়নের জলে
আমায় কাদালে
ভালবাসা করে যে জন
কাঁদিতে হয় অতি গোপন ।।
শুস্ক বৃক্ষের কষ্ট যেমন
পাতা নাই ডালে
আমায় কাঁদাল………
ভালবাসা এমন রীতি
কাঁদিতে হয় দিবা নিশি ।।
তবু আমি মালা গাঁথি
পরেছি গলে
আমায় কাঁদালে
ভালবাসি বলে বন্ধু