হৈ হৈ হুল্লুড় হুল্লুড়
ডুব্ ডুবা ডুব্ ডুব্
ডিরেক্টরঃ আশরাফ খান
মডেলঃ মিজান ও সনিয়া
ডিরেক্টরঃ এস ডি সুভাষ
প্রযোজনায়ঃ সচেতন
মাল্টিমিডিয়া
কথা,সুর ও শিল্পীঃ
এন এ জুয়েল মিউজিক
হৈ হৈ হুল্লুড় হুল্লুড়
ডুব্ ডুবা ডুব্ ডুব্(৪)
তুমি যে আমারি,স্বপ্ন দিশারী,
মিষ্টি প্রেমের কবিতা।
প্রেমের পরশে,মনের ক্যানভাসে,
আঁকি তোমার প্রতিমা।
এতো আশা,ভালোবাসা
সবই তোমার লাগিয়া
হৈ হৈ হুল্লুড় হুল্লুড়
ডুব্ ডুবা ডুব্ ডুব্ (৪)
এতোদিনের স্বপ্ন আমার,
সত্যি হবে তোমায় পেলে।
প্রতিদিনিই দাঁড়াই পথে,
মিষ্টি মুখটি দেখবো বলে (২)
ওরে ময়না,জ্বালা সয়না (২)
বুকে নাও জড়াইয়া
হৈ হৈ হুল্লুড় হুল্লুড়
ডুব্ ডুবা ডুব্ ডুব্ (৪)
যতোই না বলে ফিরিয়ে দাও,
ফিরতে পারবোনা যে আমি।
দিব্যি দিয়ে বলছি তোমায়,
ভালোবাসি তোমায় আমি (২)
প্রিয়তমা,অনুপমা (২)
বুকে নাও জড়াইয়া
হৈ হৈ হুল্লুড় হুল্লুড়
ডুব্ ডুবা ডুব্ ডুব্
তুমি যে আমারি,স্বপ্ন দিশারী,
মিষ্টি প্রেমের কবিতা।
প্রেমের পরশে,মনের ক্যানভাসে,
আঁকি তোমার প্রতিমা।
এতো আশা,ভালোবাসা
সবই তোমার লাগিয়া
হৈ হৈ হুল্লুড় হুল্লুড়
ডুব্ ডুবা ডুব্ ডুব্ (৪)