হে কৌশল্যা নন্দনম
Hey Koushalya Nandanam
ছায়াছবি-দালাল
শিল্পী-অলকা ইয়াগনিক, কুমার শানু
হে কৌশল্যা নন্দনম
রঘু কুল ভূষন বুশানাম
তুলসী কে প্রভু সুন্দরম
রঘুপতি রাঘব বন্দনম
নমো নমো সীতা বানাম
নমো নমো রঘুনায়কম
কমল নৈন প্রভু পূজনঃ
মর্যাদা পুরুষোত্তমম।
ও ও ও ও ও ও
এই জগতের সব পাপীকে
কর তুমি সংহার
প্রভু রাম হে
ভগবান হে
প্রভু রাম হে
ভগবান হে।
সব পাপীদের নাও হে প্রভু
পায়না যেন কোন পার।
প্রভু রাম হে
ভগবান হে
প্রভু রাম হে
ভগবান হে।
জয় রাম জয় রাম
জয় জয় রাম
জয় রাম জয় রাম
জয় সিয়া রাম
জয় রাম জয় রাম
জয় জয় রাম
জয় রাম জয় রাম
জয় সিয়া রাম
সীতা পতি পরমেশ্বরম
জয় রাম জগদীশ্বরম
ভাব বাধা দুঃখ দারুণম
দূর করে করুনাকারাম
আ আ আ আ আ আ আ
যে জীবনকে তোলে যায়
সেই জগতে জিতে যায়
ধর্মের পথে চলে যারা
চোখের জলে ডোবে তারা।
জয় রাম জয় রাম
জয় জয় রাম
জয় রাম জয় রাম
জয় সিয়া রাম
ভাঙে গরীবের স্বপ্ন যারা
তাদের জগতের নাথ বলা হয়
যে নীচ কাজে আছে ডোবে
তারি পূজা জগতে হয়।
মানুষরূপী এই নাগীদের
বাঁচার নেই অধিকার।
প্রভু রাম হে
ভগবান হে
প্রভু রাম হে
ভগবান হে।
এই জগতের সব পাপীকে
কর তুমি সংহার
প্রভু রাম হে
ভগবান হে
প্রভু রাম হে
ভগবান হে।
জয় রাম জয় রাম
জয় জয় রাম
জয় রাম জয় রাম
জয় সিয়া রাম
জয় রাম জয় রাম
জয় জয় রাম
জয় রাম জয় রাম
জয় সিয়া রাম।
হে রাঘব জন্নায়াকম
হম সব হ্যায় শরণাগতম
রাবণ শক্তি বিনাশকনম
জীবন শক্তি প্রকাশনম।
আ আ আ আ আ আ আ
ভক্তের তরনীকে প্রভু
পূণ্যের পারে নিয়ে যাও
দুনিয়াতে শয়তানদের
নাশ তুমি প্রভু করে দাও।
জয় রাম জয় রাম
জয় জয় রাম
জয় রাম জয় রাম
জয় সিয়া রাম।
যে চোখেতে দয়া নেই
অন্ধ প্রভু তাকে করে দাও
পাপের তুমি দাওনা সাজা
নরকে তাদের ফেলে দাও
ছল কপট আর পাপীদের
শত শত ধিক্কার।
প্রভু রাম হে
ভগবান হে
প্রভু রাম হে
ভগবান হে।
এই জগতের সব পাপীকে
কর তুমি সংহার
প্রভু রাম হে
ভগবান হে
প্রভু রাম হে
ভগবান হে।
প্রভু রাম হে
ভগবান হে
প্রভু রাম হে
ভগবান হে।
জয় রাম জয় রাম
জয় জয় রাম
জয় রাম জয় রাম
জয় সিয়া রাম।
হে রাম হে রাম
হে রাম হে রাম
হে রাম হে রাম
হে রাম হে রাম।