হিন্দু
Hindu
কথা,সুর ও শিল্পী: রোমারিও সূত্রধর
ব্যান্ড: প্রণাম (Pranam)
পূর্ণজন্মে আবার জন্ম হিন্দুতেই যেন হয়
আমি নির্ভয়,নয় শিহরিত,মৃত্যু করি না ভয়
জয় শ্রী রাম বলে অবিরাম সংগ্রামে বেঁচে রই]-২
[যদি মনোবল হয় শক্তি তবে লাগে না কোন অস্ত্র
রক্ষায় নিজ ধর্ম হতে হলেও হবো বিবস্ত্র]-২
[মূর্তি পূজারী অন্ধ আমি,
করিস যত উপহাস
সেই মূর্তিতে আমি ঈশ্বর খুঁজি,
মনে নিয়ে এই বিশ্বাস
ভেঙ্গে চুরমার,জ্বালিয়ে পুড়িয়ে
যতবার করবি হতাশ
যতো ভাঙবি ততো গড়ব দেহে
থাকে যদি শেষ নিঃশ্বাস]-২
[যদি মনোবল হয় শক্তি
তবে লাগে না কোন অস্ত্র
রক্ষায় নিজ ধর্ম হতে হলেও হবো বিবস্ত্র]-২
[হিন্দু আমার ধর্ম
আমি হিন্দু রক্তে জন্ম
ধর্মে কি আছে নেই আমি
বুঝি তার কত মর্ম
যত নিন্দা,হিংসা,উপহাস
থাক ধর্মীয় বৈষম্য
আমি পরোয়া করি না,
মাথা উঁচু করে বলি হে শ্রেষ্ঠ ধর্ম।]-২
[যদি মনোবল হয় শক্তি
তবে লাগে না কোন অস্ত্র
রক্ষায় নিজ ধর্ম হতে হলেও হবো বিবস্ত্র]-২
হিন্দু পরিচয় মৃত্যু করি না ভয়
জয় শ্রী রাম বলে অবিরাম সংগ্রামে বেঁচে রই
জয় শ্রী রাম বলে অবিরাম সংগ্রামে বেঁচে রই
জয় শ্রী রাম বলে অবিরাম সংগ্রামে বেঁচে রই।