হিংসা আর নিন্দা ছাড়, মনটা করো পরিস্কার | Hingsa ar ninda charo monta koro poriskar | Key Lyrics

হিংসা আর নিন্দা ছাড়, মনটা করো পরিস্কার
Hingsa ar ninda charo monta koro poriskar
 মনে ময়লা থাকে যদি।।
সাধন সিদ্ধি হয় না তার।
হিংসা আর নিন্দা ছাড়,
মনটা করো পরিস্কার।।
প্রভুর নামে সাবান মাখ
ধুইয়া অন্তর সাফা করো
কাতর হইয়া সদাই ডাকো।।
প্রেমে মজে থাকো তাঁর।
হিংসা আর নিন্দা ছাড়,
মনটা করো পরিস্কার।।
জ্ঞান পরীক্ষায় পাশ করিলে,
ধ্যান যোগে তাঁর দেখা মেলে।।
নজরেতে ঠিক পড়িলে।।
দেখবে শুধু চমৎকার।
হিংসা আর নিন্দা ছাড়,
মনটা করো পরিস্কার।।
তুমি গুরুর ছবি দিলে আঁক,
ভাব সাগরে ডুইবা থাকো।।
মথুরে কয় খুঁইজা দেখ।।
দেখবে স্বরুপ চমৎকার
হিংসা আর নিন্দা ছাড়,
মনটা করো পরিস্কার।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *