হায়রে মানুষ রঙ্গিন ফানুস | Hai Re Manush Rangin Fanush | Lyrics

হায়রে মানুষ রঙ্গিন ফানুস
Hai Re Manush Rangin Fanush
ছায়াছবি: বড় ভাল লোক ছিল
কথা: সৈয়দ শামসুল হক
সঙ্গীত: আলম খান
শিল্পী: এন্ড্রু কিশোর
হায়রে মানুষ রঙ্গিন ফানুস
দম ফুরালে ঠুস
তবু তো ভাই কারোরই নাই
একটু খানি হুশ।
হায়রে মানুষ রঙ্গিন ফানুস।।
পূর্ণিমাতে ভাইসা গেছে
নীল দরিয়া
সোনার জিনিস
বানানাইয়াছিল
যতন করিয়া
চ্যাল চ্যালাইয়া চলে জিব
ডুইবা গেলে ভুস।
মাটির মানুষ থাকে
সোনার মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার প্রদীপ
ঘিরতো ভরিয়া
ঝলমলইয়া জ্বলে প্রদীপ
নিইবা গেলেই ফুস।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *