হাত দিয়া নায়েবের হাতে | Hat Diya Nayeber Hate | Song Lyrics

হাত দিয়া নায়েবের হাতে
Hat Diya Nayeber Hate | Song Lyrics
গীতিকার শাহ সুফি হাসান মিয়া চিশতী নিজামী ৷
হাত দিয়া নায়েবের হাতে,…… যে যায় না আহলে বায়াতে ৷
জাহেলাতে মৃত্যু হবে তার, “নবীর হাদিস পড়” ৷
গুনার খাতা মাফ করাইয়া মর ৷৷(২) অ-তুই
পীরের হাতে হাতদে মনা, পিছের গুনা আর রবেনা ৷
“সামনে তাহার হুকুম তালিম করো”৷(২) হায়রে
অরে- মুর্শিদ যদি করে দেয় মাফ,….থাকবে না তোর এই দেহে পাপ ৷(২)
ভয় ভীতি রবে না মরার পর ৷৷(২)
ভবের পরে থাকতে তাজা, মাফ করাইয়া গুনার বোজা ৷
“কবর হইতে উঠিও হাসরে”৷(২) হায়রে
অরে- কেউ করবেনা জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়াত ৷(২)
সালাম দিবে ফেরেস্তায় আল্লাহর ৷৷(২)
কোরানেরই কথা দিয়া, গান লিখেছে হাসান মিয়া ৷
“দয়া নিয়া খাজা ইশ্রাইল শাহর” ৷(২) হায়রে
অরে- যে মানে না পীরের কথা, সে দেয় নবীর প্রানে ব্যাথা ৷
নবীর জন্য আল্লাহ হয় বেজার ৷৷(২)
হাত দিয়া নায়েবের হাতে | Hat Diya Nayeber Hate | Song Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *