হাজার মনের কাছে প্রশ্ন রেখে
Hajar Moner Kache Proshno Rekhe
ছবি: মহানায়ক (১৯৮৫)
কথা: নজরুল ইসলাম বাবু
সুর: শেখ সাদী খান
শিল্পী: সুবীর নন্দী
Hajar Moner Kache Proshno Rekhe
ছবি: মহানায়ক (১৯৮৫)
কথা: নজরুল ইসলাম বাবু
সুর: শেখ সাদী খান
শিল্পী: সুবীর নন্দী
হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ভুলে যা সৌরভ
আমি বলি মিছে সব মানুষের জন্য।
ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো
কিছু আর নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।