ছল-ছল নয়নে
হাসিমাখা বদনে,
অানন্দ কাননে মন
ভ্রমি-অবিরাম।
হরি বল হরি বল
মনরে আমার।।
কেউ তো কারো নয়
এ কথাটি সত্য,
বোঝনা বোঝনা মন
তুমি যে অনিত্য।।
ঐ দেখ শ্মশানে
দিবা কিবা নিশিতে,
পুড়িতেছে মানবের
সকল অহংকার।
হরি হরি বল
মনরে আমার।।
আর কত কাল রবে
এই ধরা ধামে
মরন সত্য তোমার
মজ হরি নামে।।
ঐ দ্যাখ তোমার বন্ধু
তরিতেছে ভবসিন্ধু,
এক বিন্দু আশা তুমি
করিও না আর।
হরি হরি বল
মনরে আমার।।
গতি নাই গতি নাই
হরি নাম ছাড়া
কন্ঠে ভরিয়া গাও
হয়ে আত্মহারা।।
ভব পাগলা কহে
প্রান থাকতে দেহে
হরি হরি হরি নাম
জপ অনিবার।
হরি হরি বল
মনরে আমার।।
ছল-ছল নয়নে
হাসিমাখা বদনে,
অানন্দ কাননে মন
ভ্রমি-অবিরাম।
হরি বল হরি বল
মনরে আমার।।
(কথা-ভবা পাগলা)