হরি কোনটি তোমার আসল নাম | Hori Konti Tomar Asol Naam

হরি কোনটি তোমার আসল নাম

Hori Konti Tomar Asol Naam

ভবা পাগলা গীতি
শিল্পী-অমর পাল

হরি কোনটি তোমার আসল নাম

হরি কোনটি তোমার আসল নাম,
কহি তোমারে।।
তোমায় যে যা বলে তাইতে মেলো
চিনতে নারি ব্যবহারে।
যে যা বলে তোমায় যে যা বলে
তাইতে মেলো চিনতে নারি ব্যবহারে
কহি তোমারে ;
হরি কোনটি তোমার আসল নাম
কহি তোমারে।

তুমি কারো আল্লাহ কারো বা হরি,
বলি রে চলিতে হলে বামন ভিখারি।।
তুমি লক্ষ্মী নারায়ন মুশকিলআসান।।
আলো করো আঁধারে।
কহি তোমারে ;
হরি কোনটি তোমার আসল নাম
কহি তোমারে।

তুমি কভু জলে কভু স্থলে,
ঘুরে বেড়াও হৃদ কমলে।।
ভূ-মন্ডলে নাচ আর গাও।।
তোমায় ধরতে কে পারে ?
কহি তোমারে ;
হরি কোনটি তোমার আসল নাম
কহি তোমারে।

তোমার ভবা পাগলা বলে,
তুমি চালাও তাই সে চলে।।
মোরে মুক্ত করো আবার ধরো।।
হাসি পায় এই ব্যবহারে ;
কহি তোমারে।
হরি কোনটি তোমার আসল নাম,
কহি তোমারে।।
তোমায় যে যা বলে।।
তাইতে মেলো চিনতে নারি ব্যবহারে
কহি তোমারে।
হরি কোনটি তোমার আসল নাম,
কহি তোমারে।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *