হরিনামের মহিমা
Horinamer Mohima
কথা,সুর,কন্ঠ-হরিহর ঝা
হরিনামের মহিমা,
বোঝেও যে বোঝেনা।।।
পায়না সে ঘনশ্যামের করুনা।।
মানব জনম হয় বৃথা,
না পেলে প্রভুর কৃপা।।
উদ্ধার পাবে জপলে হরিনাম।।
যত ব্যথা বেদনা,দুঃখ আর যন্ত্রনা।।
শক্তি দিও সইতে আমায়।
আসুক যত ঝড় তুফান,
কর তুমি সাবধান।।
তোমার সাথে না হয় যেন ব্যবধান।
ভজ নাম মহানাম কৃষ্ণ নাম।।
সাত মহলা দালান কোঠায়,
নেইকো সুখের বাসা।।
শ্রীচরণে শান্তি পেতে চাই।
হরিনামে ডুব দিলে,
বুক ভাসালে অশ্রুজলে।।
শমন পালায় জপলে তোমার নাম
ভজ নাম মহানাম কৃষ্ণ নাম।।
ত্রিগুনের আধার হরি,
জয় গোপী মনোহারী।।
হৃদকমলে বসাব তোমায়
হরিহরের বাসনা,
চরণ ছাড়া করোনা।।
যেন শেষের দিনে পায় মোক্ষধাম।
ভজ নাম মহানাম কৃষ্ণ নাম।।
হরিনামের মহিমা,
বোঝেও যে বোঝেনা।।
পায়না সে ঘনশ্যামের করুনা।।
মানব জনম হয় বৃথা,
না পেলে প্রভুর কৃপা।।
উদ্ধার পাবে জপলে হরিনাম।।
ভজ নাম মহানাম কৃষ্ণ নাম।।।।