হয়তো আমাকে কারও মনে নেই

হুম… লা… লা… লা…
লা… লা… লা…
লা… লা… লা… লা… লা… লা…
হয়তো আমাকে কারও মনে নেই
আমি যে ছিলাম এই গ্রামেতেই
হয়তো আমাকে কারও মনে নেই
আমি যে ছিলাম এই গ্রামেতেই
এই মাটিতেই জন্ম আমার
তাইতো ফিরে এলাম আবার
অনেক চেনা অনেক জানা
অনেক চেনা অনেক জানা
তোমাদের কাছেতেই।
হয়তো আমাকে কারও মনে নেই
আমি যে ছিলাম এই গ্রামেতেই।।

এইখানেতে হৃদয় দিয়ে
এলাম শুধুই দুঃখ নিয়ে
এইখানেতে হৃদয় দিয়ে
এলাম শুধুই দুঃখ নিয়ে।
বুকটা ভেঙে গেলো যে ঝড়
বুকটা ভেঙে গেলো যে ঝড়
এলাম সেই ঝড় বুকেতে নিয়েই।
হয়তো আমাকে কারও মনে নেই
আমি যে ছিলাম এই গ্রামেতেই।
হয়তো আমাকে কারও মনে নেই
আমি যে ছিলাম এই গ্রামেতেই।।

ফিরে এলাম জবাব দিতে
সব কিছুরই হিসাব নিতে
ফিরে এলাম জবাব দিতে
সব কিছুরই হিসাব নিতে।
প্রতিশোধটা পাওনা হলে
প্রতিশোধটা পাওনা হলে।
মিটিয়ে দেব প্রতিশোধেই।
হয়তো আমাকে কারও মনে নেই
আমি যে ছিলাম এই গ্রামেতেই।।

এই মাটিতেই জন্ম আমার
তাইতো ফিরে এলাম আবার।
অনেক চেনে অনেক জানা
অনেক চেনা অনেক জানা
তোমাদের কাছেতেই।
হয়তো আমাকে কারও মনে নেই
আমি যে ছিলাম এই গ্রামেতেই।
লা. লা. লা. লা. লা. লা. লা. লা…
লা. লা. লা. লা. লা. লা. লা. লা…
লা. লা. লা. লা. লা. লা. লা. লা…

(সিনেমার নামঃ প্রতিশোধ, গায়কের নামঃ কিশোরকুমার, চলচ্চিত্রের নায়কের নামঃ সুখেন দাস, সময়কালঃ ১৯৮১)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *