হঠাৎ ভীষণ ভালো লাগছে
Hothat Bhishon Bhalo Lagchhe
ছায়াছবি: কবিতা
কথা ও সুর: সলিল চৌধুরী
শিল্পী: লতা মঙ্গেশকর
হঠাৎ ভীষণ ভালো লাগছে
[হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর-দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে]-২
হঠাৎ ভীষণ ভালো লাগছে।
[অন্তরে ঝলকে ঝলকে পুলকে
কী যে আগুন
কী যে ঋতু তা জানিনা
ফুলেরা ফুটেছে কিনা আজ ফাগুন]-২
[হোক বা না হোক উৎসব ঝুলনের
দোলা লাগে অঙ্গে দোদুল দোলনের]-২
নিজেরই রঙে মন আজ রাঙছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে।
[সূর্যের তোরণে তোরণে চলো না
দিই গো হানা
জমা যত আঁখিজল
হোক না সে উজল হাসনুহানা]-২
[মুক্তির পাখা মেলে যাই দু’জনা
বন্ধনে বাঁধা পড়ে যাই দু’জনা]-২
বাঁধন সুধা মুক্তি মাগছে
[হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে]-২
হঠাৎ ভীষণ ভালো লাগছে