হইয়া দোষী পাইলে খুশি বন্ধু সোনার চান | Hoiya Doshi Paile Khushi Bondhu Sonar Chan | Key Lyrics

আমি হইয়া দোষী পাইলে খুশি বন্ধু সোনার চান
শিল্পী- বাউলা দিপু
আমি হইয়া দোষী পাইলে খুশি বন্ধু সোনার চান
একবার এসে দিও দেখা করিও না মান
একটি নজর দেখার আশেরে বন্ধু ব্যাকুল আমার প্রাণ
তুমি একবার যদি দিতে দেখা ভুলতাম অপমান
তোমার লাগি সাজাই রাখছি হৃদয়ের আসন
তুমি বইসো আমার হৃদ মন্দিরে করি আহবান
পরাণেতে আছ বন্ধুরে পরাণের অধম
আমি স্বপনে তোমারে নিয়া করি আলিঙ্গন
অগতির গতি তুমিরে বন্ধু অন্ধের নয়ন
তুমি রাজীব দাশের আন্ধার ঘরে পূর্ণিমারও চাঁন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *