স্বরূপে রূপ আছে গিলটি করা
Swarupe Rup Ache Gilti Kora
Key Lyrics
ফকির লালন সাঁই
স্বরূপে রূপ আছে গিলটি করা ।
রূপ সাধন করল স্বরূপ নিষ্ঠা যারা ।।
রূপ বললে যদি হয় রূপ সাধন
তবে কি ভয় ছিল মন
সে মহারাগের করণ
স্বরূপ দ্বারা ।।
শতদল সহস্রদলে
রূপ স্বরূপে ভাটা খেলে
ক্ষণেক রূপ রয় নিরালে
নিরাকারে ।।
আসবে বলে স্বরূপ মণি
থাকগে বসে ভাব ত্রিবেণী
লালন কয় সামাল ধনী
সেই কিনারা ।।