সোনা বন্ধুর গান শুনিয়া
Sona Bondhur Gan Shuniya
এ কে আনাম
সোনা বন্ধুর গান শুনিয়া
সোনা বন্ধুর গান শুনিয়া
আমার দিলের সুতায় লাগলো টান
আইজ আমারে আনিয়া দেওরে
আসমানের চান্দ
মন্দিরার ওই ঠুনুর ঠানুর
বেহালায় হেচকা টান
ঢোলকেরও আলগা ঠেকায়
উড়াইয়া নিল পরাণ
বাউলা বন্ধের আউলা চুল
আর মুখের হাসি খান
আমার কলিজায় বিন্ধিয়া গেল
তেছড়ি চোখের নয়ন বাণ
Sona Bondhur Gan Shuniya
সোনা বন্ধুর গান শুনিয়া,
দিলের সুতায় লাগলো টান,
আইজ আমারে আনিয়া দেউরে আসমানেরও চাদঁ।।
মন্ধিরার ওই ঠুংঘুর ঠাংঘুর,
হেলায় হেচকা টান।।
ঢোলকেরও আলগা ঠেকায়,
উড়াইয়া নিলো প্রাণ।
বাউলা বন্দের আউলা চুল
আর মুখের হাসি খান।।
আমার কলিজায় বিন্দিয়া গেলো।।
দেখবি চোখের নয়ন বান।
মনে না ধরিও আনাম,
না করিও বারন,
নেশায় মাতাল হইয়া আজি,
হারাই যদি কুলো মান।
দিলের সুতায় লাগলো টান,
আইজ আমারে আনিয়া দেউরে আসমানেরও চাদঁ।।
মন্ধিরার ওই ঠুংঘুর ঠাংঘুর,
হেলায় হেচকা টান।।
ঢোলকেরও আলগা ঠেকায়,
উড়াইয়া নিলো প্রাণ।
বাউলা বন্দের আউলা চুল
আর মুখের হাসি খান।।
আমার কলিজায় বিন্দিয়া গেলো।।
দেখবি চোখের নয়ন বান।
মনে না ধরিও আনাম,
না করিও বারন,
নেশায় মাতাল হইয়া আজি,
হারাই যদি কুলো মান।