সোনালি শারদে শঙ্খধ্বনি বেজে
Sonali Sarade Sankha Dhanni Beje
কথা,সুর-শেলী চক্রবর্ত্তী
সংগীতায়োজন-সীতাংশু মজুমদার
শিল্পী-কুমার সানু
সোনালি শারদে শঙ্খধ্বনি বেজে
জানাল তোমার আগমনী,
প্রভাত আলোকে মঙ্গল সংগীতে
বাজে যে তোমার জয়ধ্বনি,
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী।।
লা লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা লা
এসো মা দুর্গা বস পাটে,
আরতি করব আজ নিজের হাতে(হো)।।
পুরাও মনের বাসনা যে সবার
তুমি যে সে শক্তির আধার জানি
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী।
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী।
লা লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা লা
লক্ষ্মী,সরস্বতী,কার্তিক,গনেশ,
তোমার দুই পাশে লাগে যে বেশ(হো)।।
সন্তানের রক্ষা কর তুমি
বিপদনাশিনী তাই তো তুমি।
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী।
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী।
লা লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা লা
সোনালি শারদে শঙ্খধ্বনি বেজে
জানাল তোমার আগমনী,
প্রভাত আলোকে মঙ্গল সংগীতে
বাজে যে তোমার জয়ধ্বনি,
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী।।
লা লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা লা
বিসর্জনের পালা এলে পরে,
বুকটা সবার ব্যথায় ভরে(হো)।।
আসবে আবার একবছর পরে
অপেক্ষায় থাকবে দু’ নয়নখানি।
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী।
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী।
সোনালি শারদে শঙ্খধ্বনি বেজে
জানাল তোমার আগমনী,
প্রভাত আলোকে মঙ্গল সংগীতে
বাজে যে তোমার জয়ধ্বনিমা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী।
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী।
সোনালি শারদে শঙ্খধ্বনি বেজে
জানাল তোমার আগমনী,
প্রভাত আলোকে মঙ্গল সংগীতে
বাজে যে তোমার জয়ধ্বনি,
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী
মা দুর্গা মা দুর্গা
মা দুর্গা তুমি জগত জননী।