সেই তো শ্রাবণ ফিরে এলো – Seito Srabon Phire Elo
অ্যালবাম: অমর শিল্পী (1988)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: চন্দ্রকান্ত
কণ্ঠস্বর: অনুরাধা পাড়োয়াল
সেই তো শ্রাবণ ফিরে এলো
[সেই তো শ্রাবণ ফিরে এলো
সেই তো এলো বরষা!
এলেনা তুমি কথা দিয়ে-
কোথায় রাখি ভরসা!]-২
সেই তো শ্রাবণ ফিরে এলো।
[কত যে দিন দিন গুনেছি
ভরল মেঘে ওই আকাশটা
আসবে তুমি আমার কাছে
উঠলে ঝরে বাতাসটা]-২
[সেই তো শ্রাবণ ফিরে এলো]-২
সেই তো এলো বরষা!
এলেনা তুমি কথা দিয়ে-
কোথায় রাখি ভরসা!
সেই তো শ্রাবণ ফিরে এলো।
[ইচ্ছে করে এলেনা গো
আমায় দিতে এই যে ব্যথা]-২
নাকি কোনো বিপদ বাধা!
রাখলে না ওই শেষের কথা!
[একটু খবর দিতে যদি
মনটা কেঁদে মরত না!
বৃষ্টির ধারার মতন এতো
কান্না চোখে ঝরত না]-২
[সেই তো শ্রাবণ ফিরে এলো]-২
সেই তো এলো বরষা!
এলেনা তুমি কথা দিয়ে-
কোথায় রাখি ভরসা!
[সেই তো শ্রাবণ ফিরে এলো]-৪