সেই তানপুরা আছে
Sei Tanpura Ache
ছায়াছবি: মৌনমুখর
কথা: শিবদাস ব্যানার্জী
সুর: অভিজিৎ ব্যানার্জী
শিল্পী: কিশোর কুমার
সেই তানপুরা আছে,
ছিঁড়ে গেছে তার,
বাজালে বাজে না আর,
পুরনো সুরে এই মনের সেতার।।
সেই তানপুরা আছে
ছিঁড়ে গেছে তার।
একদিন প্রেম কাছে এসেছিল,
ভালোবাসা মনে বাসা বেঁধেছিল।।
ভেঙে দিয়ে সে ঘর
যে হয়ে গেছে পর
কোনদিন ফিরে সে
আসবে না আর।
বাজালে বাজে না আর
পুরনো সুরে এই মনের সেতার।
সেই তানপুরা আছে
ছিঁড়ে গেছে তার।
বুঝিনি তো প্রেম মানে শুধু আঁখিজল,
ব্যথা আর বেদনার শুধু যোগফল।।
হৃদয়ের ভাঙাগড়া
আজ অভিশাপে ভরা
ভালবাসা মিছে কথা
শুধু হাহাকার।
বাজালে বাজে না আর
পুরনো সুরে এই মনের সেতার।
সেই তানপুরা আছে,
ছিঁড়ে গেছে তার।।