সেই কালাচাঁদ নদে এসেছে
Sei KalaChand Node Eseche
ফকির লালন শাহ্
ও যে বাজিয়ে বাঁশি ফিরতো সদাই
কুলবতীর কুলনাশে।
সেই কালাচাঁদ নদে এসেছে।।
মজবি যদি কালার পিরিতি,
আগে জানগে উহার কেমন রীতি,
প্রেম করা নয় প্রাণে মরা
অনুমানে তা বুঝিয়েছে।।
ঐ পদে কেউ রাজ্য যদিও দেয়,
তবু কালার মন নাহি পাওয়া যায়,
রাধা বলে কাঁদছে এখন
আগে রাধাকে কত কাঁদিয়েছে।।
ব্রজে ছিল জলদ কালো,
রাধার প্রেম সাধনে গৌর হলো,
লালন বলে চিহ্ন কেবল
দুই নয়ন বাঁকা আছে।।