সুর ও বাণীর বর দিও মা
Sur O Banir Bor Dio Ma
সংগীত: সন্দীপন গাঙ্গুলী
কথা,সুর ও শিল্পী: শামসুল হুদা
[সুর ও বাণীর বর দিও মা
ওগো দেবী সরস্বতী]-২
[তোমার আশিস পেলে মাগো]-২
পাবে আমার জীবন গতি
সুর ও বাণীর বর দিও মা
ওগো দেবী সরস্বতী।
কন্ঠে দিলে সুরের খেলা মা মা মা
কন্ঠে দিলে সুরের খেলা
ঘুচবে মনের সকল জ্বালা
মা কন্ঠে দিলে সুরের খেলা
ঘুচবে মনের সকল জ্বালা।
[সুরে সুরে গানে গানে]-২
গাইবো তোমার প্রেমগীতি
ওগো দেবী সরস্বতী
সুর ও বাণীর বর দিও মা
ওগো দেবী সরস্বতী।
[জ্ঞানচক্ষু দাও মা খোলে
দেখব আমি নয়ন মেলে]-২
বিশ্ব ভুবন দেখবো আমি
তোমার জ্ঞানের আলো জ্বেলে
[তোমার সুরে তোমার জ্ঞানে
থাকবো আমি তোমার ধ্যানে(মা)]-২
পূজোর থালা নিয়ে হাতে
করবো তোমার প্রেম আরতি
ওগো দেবী সরস্বতী
সুর ও বাণীর বর দিও মা
[ওগো দেবী সরস্বতী]-৩