সাজো সুন্দরী কইন্যা – Sajo Sundori Konna (কনে সাজানোর গান)

 সাজো সুন্দরী কইন্যা

Sajo Sundori Konna

কনে সাজানোর গান

কথা ও সুর: প্রচলিত

[সাজো সুন্দরী কইন্যা,সাজো বিয়ার সাজে]-২

মলিন কেন চাঁদ-মুখখানি মর কেন লাজে?

[সাজো সুন্দরী কইন্যা,সাজো বিয়ার সাজে]-২

কালো কেশে নীল সাগরের ঢেউ দেব তুলিয়া

নকশা আঁইক্কা দিব তাতে স্বর্ণ আদল দিয়া

[সাজো সুন্দরী কইন্যা,সাজো বিয়ার সাজে]-২

চন্দ্রমুখীর চান কপালে চন্দনের দাও টিপ

আসমানে ওই জ্বলে যেমন লক্ষ তারার দীপ

[সাজো সুন্দরী কইন্যা,সাজো বিয়ার সাজে]-২

নাকে পিন্দাও নোলক বেশর কানে ঝুমকা দুল

দামান মিয়া দেইখ্যা ওই মুখ হয় যেন আকুল

[সাজো সুন্দরী কইন্যা,সাজো বিয়ার সাজে]-২

গলায় দোলাও চন্দ্রহার হাতে কঙ্কণ বালা

রূপবতীর রূপের ছটায় অান্ধার ঘর উজালা

[সাজো সুন্দরী কইন্যা,সাজো বিয়ার সাজে]-২

অঙ্গে কইন্যা জড়াও ঝলমল রামধনু রং শাড়ি

মেন্দি রাঙা পায়ে রুমঝুম মল দেব তোমারি

[সাজো সুন্দরী কইন্যা,সাজো বিয়ার সাজে]-২

শিরে পায়ে গয়নাতে লও যেন সোনার টিয়া

রূপ যে কইন্যার ফাইট্টা পড়ে ঘোমটার উপর দিয়া

[সাজো সুন্দরী কইন্যা,সাজো বিয়ার সাজে]-২

তাড়াতাড়ি আনো দেখি ভরা ফুলের ডালা

বিনাসুতায় গাঁইথা দেবো প্রেম পিরিতির মালা

[সাজো সুন্দরী কইন্যা,সাজো বিয়ার সাজে]-২

সেই মালাতে বদল হবে দু’জনারই মন

পালন আর পলাতে দেখো কী মধুর মিলন!

[সাজো সুন্দরী কইন্যা,সাজো বিয়ার সাজে]-৪

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *