সাক্ষাত ঠাকুর বর্তমান মানুষ ভগবান
Sakkhat Thakur Bortoman Manush Bhogoban
Sakkhat Thakur Bortoman Manush Bhogoban
কথা, সুর ও শিল্পী: দীনদয়াল দাস বাউল
এই মানুষে সেই মানুষ আছে।।
আমি দেখেছি গো তার প্রমাণ
বহু পেয়েছি গো তার প্রমাণ
মানুষ ভগবান।
সাক্ষাত ঠাকুর বর্তমান,
মানুষ ভগবান।।
ঠাকুর যুগে যুগে লীলা করিতে,
মানুষ রূপ ধারন করে এলেন ধরাতে।।
মায়াবদ্ধ জীবকে উদ্ধারিতে।।
এসে করেন তিনি কৃপাদান।
গৌর হরিবল ভাই
এসে করেন তিনি কৃপাদান।
মানুষ ভগবান
সাক্ষাত ঠাকুর বর্তমান
মানুষ ভগবান।
এই সাক্ষাত ঠাকুর বর্তমান
মানুষ ভগবান।
বুদ্ধ,যীশু,মোহাম্মদ,রামকৃষ্ণ গোঁসাই,
নদীয়াতে এলো দুই ভাই গৌর আর নিতাই।
বুদ্ধ,যীশু,মোহাম্মদ,রামকৃষ্ণ গোঁসাই
বিজয়কৃষ্ণ,লোকনাথ বাবা
নদীয়ায় গৌর আর নিতাই।
আরো মানুষরূপে এসেছে ভাই।।
এলো হরিচান আর গুরুচান
গৌর হরিবল ভাই
এলো হরিচান আর গুরুচান
সাক্ষাত ঠাকুর বর্তমান,
মানুষ ভগবান।।
মানুষ ভজ মানুষ পূজো ভাই,
বলে গেছে ভবাপাগলা,লালন,সিরাজসাঁই।।
এই বিশ্বে মানুষের উপর আর কিছু নাই।।
তাই দয়াল গায় মানুষের গান
গৌর হরিবল ভাই
দয়াল গায় মানুষের গান
মানুষ ভগবান
সাক্ষাত ঠাকুর বর্তমান,
মানুষ ভগবান।।
এই মানুষে সেই মানুষ আছে।।
আমি দেখেছি গো তার প্রমাণ
বহু পেয়েছি গো তার প্রমাণ
মানুষ ভগবান।
সাক্ষাত ঠাকুর বর্তমান,
মানুষ ভগবান।।