সাঁঝের বেলায় পাখি ফিরে নীড়ে তার | Sanjher Belay Pakhi Fire Nire Tar | Key Lyrics

সাঁঝের বেলায় পাখি ফিরে নীড়ে তার
Sanjher Belay Pakhi Fire Nire Tar
কথা: মুনশী ওয়াদুদ
সুর: এ এইচ এম রফিক
শিল্পী: সাবিনা ইয়াসমিন
[সাঁঝের বেলায় পাখি ফিরে
নীড়ে তার
নীলিমা-ভ্রমণ শেষে,
আমি যেন বার বার তেমনি করেই
ফিরে ফিরে আসি এই
বাংলাদেশে]-২
[এখানে আমার
হৃদয়ের স্বপ্ন বোনা,
এই কোমল মাটির স্বর্গ ছেড়ে
আর কোথাও যাবো না]-২
এই সহজ সরল মানুষের
সহজ চাওয়া পাওয়া
আমাকেই বেঁধে রাখে
ভালোবেসে
আমি যেন বার বার তেমনি করেই
ফিরে ফিরে আসি এই
বাংলাদেশে।
[এখানে জীবন
জীবনের কাব্য লেখে,
এই সজীব বুকের রক্ত দিয়ে
এক দুর্বার আবেগে]-২
এই সবুজ শ্যামল প্রকৃতির
সোনালি সোহাগ মেখে
সূর্যটা প্রতিদিন
ওঠে হেসে।
আমি যেন বার বার তেমনি করেই
ফিরে ফিরে আসি এই
বাংলাদেশে।
সাঁঝের বেলায় পাখি ফিরে
নীড়ে তার
নীলিমা ভ্রমন শেষে,
[আমি যেন বার বার তেমনি করেই
ফিরে আসি এই
বাংলাদেশে]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *