সরস্বতী বন্দনা
Sarswati Bandana
ভজন গান
Bhajan Song
ॐ জয় সরস্বতী মাতা
জয় জয় সরস্বতী মাতা
সদগুণ বৈভবশালিনী
সদগুণ বৈভবশালিনী
বিদ্যাদায়িনী দেবতা
জয় জয় সরস্বতী মাতা।
ॐ জয় সরস্বতী মাতা
জয় জয় সরস্বতী মাতা
সদগুণ বৈভবশালিনী
সদগুণ বৈভবশালিনী
বিদ্যাদায়িনী দেবতা
জয় জয় সরস্বতী মাতা।
চন্দ্রবদনী পদ্মাসিনী
শুভ্র বসনধারিনী
মা শুভ্র বসনধারিনী
হংসবাহিনী জ্ঞানদাত্রী
হংসবাহিনী জ্ঞানদাত্রী
অতুল তেজধারিনী
জয় জয় সরস্বতী মাতা।
বাম হস্তে ধরা বীণা
মর্মে শরমালা
তার মর্মে শরমালা
শিরে শোভিত মণি মুকুট
শিরে শোভিত মণি মুকুট
কন্ঠে মোতির মালা
জয় জয় সরস্বতী মাতা।
বাগদেবী স্মরণে যে আসে
জ্ঞান ডোরে বাঁধা পড়ে
সে যে জ্ঞান ডোরে বাঁধা পড়ে
অজ্ঞানতা দূর হয় তার
অজ্ঞানতা দূর হয় তার
ডোবে সে বিদ্যা ভারে
জয় জয় সরস্বতী মাতা।
বিদ্যা জ্ঞান প্রদায়িনী
জ্ঞানের বিকাশ কর
মা জ্ঞানের বিকাশ কর
অজ্ঞানতার তিমিরতা
অজ্ঞানতার তিমিরতা
ধরা থেকে দূর করো
জয় জয় সরস্বতী মাতা।
ধুপ দীপ মধু ফল নে মা
পুষ্পাঞ্জলি নাও দেবী
মা পুষ্পাঞ্জলি নাও দেবী
জ্ঞানের দৃষ্টি দান করে
জ্ঞানের দৃষ্টি দান করে
ধন্য কর বাগদেবী
জয় জয় সরস্বতী মাতা।
মা সরস্বতীর পূজা
মনে প্রাণে যেই করে
একমনে প্রাণে যেই করে
হিতকারী সুখকারী
হিতকারী সুখকারী
জ্ঞান যে সেই ধরে
জয় জয় সরস্বতী মাতা।
ॐ জয় সরস্বতী মাতা
জয় জয় সরস্বতী মাতা
সদগুণ বৈভবশালিনী
সদগুণ বৈভবশালিনী
বিদ্যাদায়িনী দেবতা
জয় জয় সরস্বতী মাতা।