সব রাতে পূর্ণিমা হয়না
Sob Raate Purnima Hoy Na
অ্যালবাম: ভালোবাসার গল্প
কথা: দেবাংশু চক্রবর্তী
সুর: অরূপ প্রণয়
কণ্ঠ: কুমার শানু
হে হো হে হে হে হে হে হে
হে হে হে হে হে হে হে হে হে
[সব রাতে পূর্ণিমা হয়না
সব ফুলে নেই গন্ধ]-২
সকলের বুকে ভালোবাসা আছে কি
সে বিষয়ে রয়েছে যে দ্বন্দ্ব ও ও
সব রাতে পূর্ণিমা হয়না
সব ফুলে নেই গন্ধ।
[পাহাড়ের কোল বেয়ে কত ধারা নামে
হয়না তো নদী যত ঝর্ণা(ও)]-২
চুমকি জ্বলে কত পাথরে যে
হয়না তবু সবই পান্না।
সবাই জীবনে বন্ধু তো হয়না
মিলেমিশে আছে ভালো-মন্দ ও ও
[সব রাতে পূর্ণিমা হয়না
সব ফুলে নেই গন্ধ]-২
[কুঁড়ি তো কতই ফোঁটে বাগিচাতে রোজই
সব কলি পাঁপড়ি ছড়ায় না(ও)]-২
কত পাখি যে রয়েছে সবাই তো
গানে গানে প্রাণ ভরে দেয়না
পৃথিবীতে যদি দুঃখ না থাকে
মন কেন চাইবে আনন্দ ও ও
[সব রাতে পূর্ণিমা হয়না
সব ফুলে নেই গন্ধ]-২
সকলের বুকে ভালোবাসা আছে কি
সে বিষয়ে রয়েছে যে দ্বন্দ্ব ও ও
[সব রাতে পূর্ণিমা হয়না
সব ফুলে নেই গন্ধ]-২