সব বলে কয় লালন ফকির হিন্দু কি যবন
Sob Loke Koy Lalon Fakir Hindu Ki Zobon
Lalon Geeti
সব বলে কয় লালন ফকির হিন্দু কি যবন
লালন বলে আমার আমি না জানি সন্ধান।।
একই ঘাটে আসা যাওয়া
একই পাটনী দিচ্ছে খেওয়া
কেউ খায় না কারো ছোঁয়া
বিভিন্ন জল কে কোথা পান।।
বেদ-পুরাণে করেছে জারি
যবনের সাই হিন্দুর হরি
তাও তো আমি বুঝতে নারি
দুইরূপ সৃষ্টি কী তাই প্রমাণ।।
বিবিদের নাই মুসলমানি
পৈতে নাই যার সেও তো বামনী
বোঝ রে ভাই দিব্যজ্ঞানী
লালন তেমনি জাত একখান।।