সদা মন থাকবা হুঁশ
Soda Mon Thakba Hus
ফকির লালন সাঁই
সদা মন থাকবা হুঁশ ধরো মানুষ রূপ নিহারে।
আয়না আঁটা রূপের ছটা
চিলে কোঠায় ঝলক মারে।।
বর্তমানে দেখো ধরি
নর দেহে অটল বিহারি
মরো কেনো হরি বড়ি
কাঠের মালা টিপে হারে।।
স্বরূপে রূপটি জানা
সেইতো বটে উপাসনা
গাঁজায় দম চড়িয়ে মনা
বোম কালি আর বলিস না রে।।
দেল ঢুড়ে দরবেশ যারা
রূপ নিহারে সিদ্ধি তারা
লালন বলে আমার ফেরা
ডান্টা গুলি সার হলো রে।।