লালন বাণী “সদায় সে নিরঞ্জন নীরে ভাসে”
Soday Se Nironjone Nire Bhase
———————–
সদায় সে নিরঞ্জন নীরে ভাসে,
যে জানে সে নীরের খবর,
নীর ঘাটায় তারে খুঁজলে,
পায় অনায়াসে।
বিনে মেঘে নীর বরিষণ,
করতে হয় তার অন্বেষণ,
জগৎ সৃজন ডিম্বের কারণ,
ভেসে অবিম্ব শুম্ভরসে।
যথা নীরের হয় উৎপত্তি,
সে আবেশে জন্মে শক্তি,
মিলন হয় যুগলরতী,
ভাসে তখন নীরাকারে এসে।