সজনী গো রজনীকে চলে যেতে দাও
Sajani Go Rajanike Chole Jete Dao (1970)
গীতিকার: মিল্টু ঘোষ
সুরকার: সুধীন দাশগুপ্ত
শিল্পী: প্রতিমা বন্দ্যোপাধ্যায়
সজনী গো রজনীকে চলে যেতে দাও
শুধু একবার
এই মন-রজনীগন্ধা তুমি তুলে নাও
রজনীকে চলে যেতে দাও,শুধু একবার।
[বাকি যদি থাকে কথা কোনো
সজনী গো তুমি শোনো]-২
সে কথাটি মন-রজনীগন্ধার
কাছে বলে যাও শুধু একবার।
কী হবে গো রজনীকে চোখে চোখে রেখে
সে তো চলে যাবে ওই দূর থেকে ডেকে
কী হবে গো রজনীকে চোখে চোখে রেখে
সে কি এসে কাছে ধরা দেবে?
সজনী গো দেখো ভেবে
রজনীকে মন-রজনীগন্ধা কাছে তাকে চাও
শুধু একবার
এই মন-রজনীগন্ধা তুমি তুলে নাও
রজনীকে চলে যেতে দাও,শুধু একবার
সজনী গো রজনীকে চলে যেতে দাও
শুধু একবার।