সখি তরা প্রেম করিও না, পিরিত ভালো না
Sokhi Tora Prem Korio Na, Pirit Valo Na
বাউল শাহ আব্দুল করিম
সখি তরা প্রেম করিও না
পিরিত ভালো না
সখি তরা প্রেম করিও না
পিরিত করছে যে জন জানে সেই জন
পিরিতেরও বেদনা
সখি তরা প্রেম করিও না
প্রেম করে ভাসল সাগরে
অনেকে পাইলো না কুল
জগৎ জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল
দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান থাকেনা
সখি তরা প্রেম করিও না
পিরিত পিরিত সবাই বলে
পিরিতি সামান্য নয়
কলঙ্ক অলঙ্কার করে
দুখের বোঝা বইতে হয়,
কাম হতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা
সখি তরা প্রেম করিয়ো না
পিরিত ভালো না
সখি তরা প্রেম করিও না
প্রেমিকের প্রেম পরশে শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যে জন সেই মহাজন
না থাকে তাঁর লজ্জা ভয়
বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমিকে বুঝেনা
সখি তোরা প্রেম করিও না।।