সকলি তোমারই ইচ্ছা – Sokoli Tomari Echcha

 সকলি তোমারই ইচ্ছা

Sokoli Tomari Echcha

শ্যামা সংগীত

রাগিণী মনোহর-সাহী-

তাল ঝাঁপতাল ১০ মাত্রা

কণ্ঠ: পান্নালাল ভট্টাচার্য/

কুমার শানু/অনুরাধা পড়োওয়াল

[সকলি তোমারই ইচ্ছা

ইচ্ছাময়ী তারা তুমি

তোমার কর্ম তুমি কর মা,

লোকে বলে করি আমি]-২

সকলি তোমারই ইচ্ছা

[পঙ্কে বদ্ধ কর করী,

পঙ্গুরে লঙ্ঘাও গিরি]-২

[কারে দাও মা ব্রহ্মপদ,

কারে কর অধোগামী]-২

সকলি তোমারই ইচ্ছা

ইচ্ছাময়ী তারা তুমি

তোমার কর্ম তুমি কর মা,

লোকে বলে করি আমি

সকলি তোমারই ইচ্ছা।

[আমি যন্ত্র তুমি যন্ত্রী,

আমি ঘর তুমি ঘরনি]-২

[আমি রথ তুমি রথী,

যেমন চালাও তেমনি চলি]-২

[সকলি তোমারই ইচ্ছা

ইচ্ছাময়ী তারা তুমি

তোমার কর্ম তুমি কর মা,

লোকে বলে করি আমি]-২

সকলি তোমারই ইচ্ছা।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *