সকলই তোমার ইচ্ছা
Sokoli Tomar Iccha Lyrics
রামপ্রসাদী গান
রাগিণী মনোহর-সাহী-
তাল ঝাঁপতাল ১০ মাত্রা
(কন্ঠ-পান্নালাল ভট্টাচার্য্য/
কুমার শানু/অনুরাধা পড়ওয়াল)
সকলই তোমার ইচ্ছা
সকলই তোমার ইচ্ছা
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি কর মা,
লোকে বলে করি আমি(২)
সকলই তোমার ইচ্ছা
পঙ্কে বদ্ধ কর করী,
পঙ্গুরে লঙ্ঘাও গিরি
কারে দাও মা ব্রহ্মপদ,
কারে কর অধোগামী(২)
সকলই তোমার ইচ্ছা
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি কর মা,
লোকে বলে করি আমি
সকলই তোমার ইচ্ছা
আমি যন্ত্র তুমি যন্ত্রী,
আমি ঘর তুমি ঘরনী(২)
আমি রথ তুমি রথী,
যেমন চালাও তেমনি চলি(২)
সকলই তোমার ইচ্ছা
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি কর মা,
লোকে বলে করি আমি
সকলই তোমার ইচ্ছা
Sokoli Tomar Iccha Lyrics
সকলই তোমারি ইচ্ছা
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা
লোকে বলে করি আমি
সকলই তোমারি ইচ্ছা
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা
লোকে বলে করি আমি
পঙ্কে বদ্ধ কর করি
পঙ্গুরে লঙ্ঘাও গিরি
পঙ্কে বদ্ধ কর করি
পঙ্গুরে লঙ্ঘাও গিরি
কারে দাও মা ব্রহ্মপদ
কারে করো অধগামী
কারে দাও মা ব্রহ্মপদ
কারে করো অধগামী
সকলই তোমারি ইচ্ছা
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা
লোকে বলে করি আমি
আমি যন্ত্র, তুমি যন্ত্রী
আমি ঘর, তুমি ঘরনী
আমি যন্ত্র, তুমি যন্ত্রী
আমি ঘর, তুমি ঘরনী
আমি রথ, তুমি রথী
যেমন চালাও তেমনি চলি
আমি রথ, তুমি রথী
যেমন চালাও তেমনি চলি
সকলই তোমারি ইচ্ছা
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা
লোকে বলে করি আমি
সকলই তোমারি ইচ্ছা
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা
লোকে বলে করি আমি
সকলই তোমারি ইচ্ছা