শ্রী কন্ঠে শোভিছে সদা
শ্রী শ্রী ঠাকুর অনূকুল গীতি
গীতিকার-শ্রী অমরেন্দ্র নাথ চক্রবর্তী
(শ্রী শ্রী বড়দা)
সুর-নিখিল ঘটক
শিল্পী-চন্দ্রা ঝা মিশ্র
শ্রী কন্ঠে শোভিছে সদা
স্বস্তি বানীচয়
শ্রী মুখে অমৃত ঝরে
নাশে মৃত্যু ভয়।
ঠাহরি প্রকাশ রূপ
হেন সাধ্য কার ?
কুবলয় বিনিন্দক নয়ন তাঁহার।
রস ঘন রূপে তাঁর ভুবন মজেছে
রস ঘন রূপে তাঁর ভুবন মজেছে
অরুণিত করতল অভয় দানিছে
নুয়াইছে কত শত ভক্ত চরণে
নুয়াইছে কত শত ভক্ত চরণে
কুটস্থিত মনে তাঁরে ভজিছে যতনে।
লক্ষ লক্ষ নর নারী
আহা মরি রে !
আহা মরি রে !
আহা মরি রে !
লক্ষ লক্ষ নর নারী
তাঁহার আশ্রিত
চরণ যুগল তাঁর সর্বত্র পূজিত।
নয়ন দেখিলে তাঁহার ভোলা নাহি যায়
নয়ন দেখিলে তাঁহার ভোলা নাহি যায়
দ্রবীভূত সুধা যেন ঝরিছে ধরায়।
চকিতে হৃদয় গলে সেরূপ হেরিলে
চকিতে হৃদয় গলে সেরূপ হেরিলে
ক্রমে ভাব মহাভাব হৃদয় সঁপিলে
বক্ষ ভরিয়া ওঠে আনন্দ লহরে
রহি রহি কাঁপে অঙ্গ কভু বা শিহরে।
তীর্থ মহাতীর্থ সে যে ভব পারাবারে
তীর্থ মহাতীর্থ সে যে ভব পারাবারে
প্রণমি প্রণমি প্রভু
প্রণমি তোমারে
প্রণমি তোমারে।