শ্যামলা নাকি কালো Lyrics
Samla Naki Kalo Lyrics | Mim
Orginal Singer: Atif Ahmed Niloy
Song: Samla Naki Kalo Ami
Cover Singer : Shahin Sultana Mim
Lyrics : Atif Ahmed Niloy
Tune : Atif Ahmed Niloy
Music : An Farhad
Lebel: Bangla Music 007
শ্যামলা নাকি কালো Lyrics
আমায় থুইয়া যাসনারে বেইমান
খোদারই কছম
তোরে ছারা এই পাগলের
হইবোরে মরণ
যখন ভালোবাসলি আমায়
ভাবলি না তখন
শ্যামলা নাকি কালো আমি,
ভাবিস তুই এখন
হাইরে, শ্যামলা নাকি কালো আমি, ভাবিস তুই এখন
হাইরে, শ্যামলা নাকি কালো আমি, ভাবিস তুই এখন
চইলা গেলো ভাইঙ্গা দিলো
পিরিতের বন্ধন
কেউ নাই আমার কেউ মুছে না
দুচোখের কান্দন
সবই ছিল ছাইরা যাওয়ার
বাহানা নতুন
শ্যামলা নাকি কালো আমি, ভাবিস তুই এখন
হাইরে, শ্যামলা নাকি কালো আমি, ভাবিস তুই এখন
হাইরে, শ্যামলা নাকি কালো আমি, ভাবিস তুই এখন
তোর সাথে এই দুনিয়াতে
হয়না যেনো মিলন
জ্বলতে জ্বলতে নিভা যাইবো
এই বুকেরই আগুন
আশা দিলি স্বপ্ন দেখাইলি
ভাঙ্গলি আমার মন
শ্যামলা নাকি কালো আমি, ভাবিস তুই এখন
হাইরে, শ্যামলা নাকি কালো আমি, ভাবিস তুই এখন
হাইরে, শ্যামলা নাকি কালো আমি, ভাবিস তুই এখন