শুধু একদিন ভালোবাসা
Shudhu Ekdin Bhalobasa(1979)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: প্রভাস দে
কণ্ঠ: মান্না দে
শুধু একদিন ভালোবাসা
মৃত্যু যে তারপর
তাও যদি পাই,আমি তাই চাই
তাও যদি পাই
[চাইনা বাঁচতে আমি
প্রেমহীন হাজার বছর]-২
যদি ও চোখে রশ্মি জ্বালো
শুধু একবার,শুধু একবার
যদি ও চোখে রশ্মি জ্বালো,শুধু একবার
আমি তাতেই পোড়াতে রাজি
যা কিছু আমার
আমি চাইনা দেখতে ওই
প্রাণহীন চোখের পাথর
চাইনা বাঁচতে আমি
প্রেমহীন হাজার বছর।
ভাগ্যের দরবারে দু’হাত পেতে
আমি চাইনা পূণ্যফলে স্বর্গে যেতে
ওই স্বর্গকে ধরে ফেলি হাতের মুঠোয়
যদি একবার হাতখানি রাখো এ হাতে।
যদি উপহার দিয়ে ফেলো
একটাও ফুল,একটাও ফুল
যদি উপহার দিয়ে ফেলো
একটাও ফুল,যদি একবারও করো
কোন সামাজিক ভুল
সেই ভুলেই ভাবতে রাজি
এই ঘর সুখের বাসর
চাইনা বাঁচতে আমি
প্রেমহীন হাজার বছর।
শুধু একদিন ভালোবাসা
মৃত্যু যে তারপর
তাও যদি পাই, আমি তাই চাই
তাও যদি পাই
[চাইনা বাঁচতে আমি
প্রেমহীন হাজার বছর]-২