শুদ্ধ প্রেম সাধল যারা | Shuddho Prem Sadhlo Jara | Keylyrics

শুদ্ধ প্রেম সাধল যারা
Shuddho Prem Sadhlo Jara
ফকির লালন সাঁই
শুদ্ধ প্রেম সাধল যারা
কামরতি কে রাখলে কোথা ।
বল রসিক রসের মালিক
ঘুচাও আমার মনের ব্যথা ।।
আগে উদয় কামের রতি
রস আগমন তারি গতি
সেই রসে মন করে স্থিতি
খেলছে মানুষ প্রেমদাতা ।।
মন জানে তো রসের করণ
নয় রে প্রেম রসেরও ধারন
জল ছেঁচে তার হয় রে মরণ
কথায় কেবল বাজী জিতা ।।
মনের অবাধ্য যে জন
আপনার আপনি ভোলে সে জন
ভেবে কয় ফকির লালন
ডাকলে সে তো কয় না কথা ।।
শুদ্ধ প্রেম সাধল যারা | Shuddho Prem Sadhlo Jara | Keylyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *