শাঁখ বাজে উলুরধ্বনি
Shakh Baje Ulurdhwani
উলুর ধ্বনি
শাঁখ বাজে উলুরধ্বনি,
আজকে কোজাগরী,
পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী,
এলো কমলা সুন্দরী।।
এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমারি ঘরে থাকো আলো করে।।
শাঁখ বাজে উলুরধ্বনি
আজকে কোজাগরী
পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী
এলো কমলা সুন্দরী।
আল্পনারই নকশা জুড়ে,
মায়ের আশিস মাখা,
আদর করে মায়েরই পট,
আসনেতে রাখা,
আছে আসনেতে রাখা।।।
এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমারি ঘরে থাকো আলো করে।।
ও হো হো হো হো হো হো হো আ আ আ
ও হো হো হো হো হো হো হো আ আ আ
এইতো সেদিন মায়ের সাথে,
আজকে একা একা,
সারা বছর এঁকো মাগো,
শ্রীবৃদ্ধির রেখা,
এঁকো শ্রীবৃদ্ধির রেখা।।।
এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমারি ঘরে থাকো আলো করে (৫)
শাঁখ বাজে উলুর ধ্বনি
আজকে কোজাগরী
পায়ে পায়ে ঘরে ঘরে
কমলা সুন্দরী
এলো কমলা সুন্দরী।
কমলা সুন্দরী
এলো কমলা সুন্দরী
কমলা সুন্দরী
এলো কমলা সুন্দরী।